আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এবার মোট ভোটকেন্দ্র ৪০ হাজার ১৮৩টি। রোববার(৯ ডিসেম্বর) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৩ জন। এর মধ্যে নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৩১১ জন। পুরুষ ভোটার ৫ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৩৬২ জন।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ৩০ ডিসেম্বর দেশজুড়ে ভোট গ্রহণ অনুষ্টিত হবে। ইসি প্রথমে ২৩ ডিসেম্বর ভোট গ্রহণের দিন ধার্য করলেও রাজনৈতিক দলগুলোর দাবির মুখে, ১ সপ্তাহ পিছিয়ে ভোট গ্রহণের তারিখ ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়।
এবার নির্বাচনে বৃহৎ দুই রাজনৈতিক জোট অংশ নিচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেৃতত্বে রয়েছে মহাজোট ও বিপরীত দিকে রয়েছে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে জামায়াতকে নিয়ে বিএনপির ২০ দলীয় জোটও সক্রিয় রয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যহার রোববার শেষ হয়েছে। রোববার পর্যন্ত যেসব প্রার্থীর মনোনয়ন রয়েছে তারাই আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।