দিনাজপুর-৬ আসনে নৌকা বিপক্ষে জামায়াতের আনোয়ারুল ইসলাম
এম এ সাজেদুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (নবাবগঞ্জ,বিরামপুর ,ঘোড়াঘাট,হাকিমপুর ) আসনে কঠিন পরীক্ষা দিতে হবে দেশের বৃহত্তম দুটি দল আওয়ামী লীগ ও বিএনপিকে। এই আসনে আওয়ামী লীগ থেকে চুড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে বর্তমান সংসদ সদস্য শিবলী সাদিক এবং বিএনপি থেকে চুড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে জোট শরিক জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলামকে।
দিনাজপুরের বৃহত্তম এই আসনকে সবসময় জামায়াতের ঘাটি হিসেবেই বিবেচনা করা হয়।যার কারনে এই আসনটি নিজেদের দখলে রাখতে বিএনপি ২০ দলিও জোট শরিক দল জামায়াতের উপরই বেশি নির্ভরশীল।৫ম ও ৮ম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি নিজেদের দখলে রেখেছিল জামায়াত।৭ম ও ৯ম জাতীয় সংসদ নির্বাচনে আসনটি নিজেদের দখলে আনতে সক্ষম হয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সর্বশেষ ১০ম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন থেকে সরে দাড়ায় বিএনপি।ফলে বিপুল ভোটে জয়লাভ করেন ক্ষমতাসীন দলের সাংসদ শিবলী সাদিক।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের মোট ভোটার সংখ্যা ৪,৬৬,১৭২ জন।এর মধ্যে পুরুষ ভোটার ২,৩২,৭৭৫ জন এবং নারী ভোটার ২,৩৩,৩৯৭ জন।
বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম জানান, দশম জাতীয় সংসদ নির্বাচনের মতো ভুল এবার আর করবে না জামায়াত।শত প্রতিকুলতার মাঝেও শেষ পর্যন্ত নির্বাচনে আমরা থাকবো এবং নির্বাচনে যদি ভোট চুরি না হয় তবে জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।
আওয়ামী লীগ প্রার্থী শিবলী সাদিক জানান,দশম জাতীয় নির্বাচনের মতো এবারের নির্বাচনেও আমরা বিপুল ভোটে জয়লাভ করবো।কেননা বিগত ৫ বছরে আমি এই আসনে ব্যাপক উন্নয়ন করেছি।জয় নিশ্চিতের জন্য আমার দলের নেতাকর্মীরা দিনরাত নির-অলস ভাবে কাজ করে যাচ্ছে।
এই আসনে কোন দলই বিন্দু পরিমান ছাড় দেবে না বলে জানান,দল দুটির উপজেলা পর্যায়ের নেতারা।তবে শেষ পর্যন্ত কার দখলে থাকবে এ আসন বা জনগন কাকে এই আসনে নিজেদের প্রতিনিধি বানাবে তা দেখতে হলে অপেক্ষা করতে হবে ৩০ শে ডিসেম্বর অবধি।