প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন দল ও জোটের প্রার্থীর কর্মী-সমর্থকরা।
প্রতীক বরাদ্দের পর দেশের বিভিন্ন স্থানে প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন দল ও জোটের প্রার্থীর কর্মী-সমর্থকরা। নিজ নিজ দলের প্রার্থীর পক্ষে স্লোগান দেন তারা। ভোটারদের কাছে ভোট চান। দেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
রাজশাহী: রাজশাহীতে নৌকা প্রতীক পেয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নেতাকর্মীদের মাঝে। পরে নগরীর কোর্ট এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়। এ সময় রাজশাহী-২ আসনে মহাজোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশার পক্ষে স্লোগান দেন নেতাকর্মীরা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
খুলনা: প্রতীক পাওয়ার পর সংক্ষিপ্ত প্রচারণায় অংশ নেন খুলনা-২ আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা-৩ আসনে বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল।
ব্রাহ্মণবাড়িয়া: প্রতীক পাওয়ার পর আনন্দ মিছিল বের করেন ব্রাহ্মণবাড়িয়ায়- ৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর কর্মী- সমর্থকরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে আওয়ামী লীগসহ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সুনামগঞ্জ: উৎসবমুখর পরিবেশে প্রচারণায় অংশ নেন সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থী মিজানুর রহমান চৌধুরী। জেলার ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকায় প্রচারণা চালান তিনি। এ সময় বিএনপিসহ দলের সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী মিছিলে অংশ নেন।
চাঁদপুর: প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণা চালিয়েছেন চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী ডা. দীপু মনি। এসময় নৌকা মুক্তি ও বিজয়ের প্রতীক বলে মন্তব্য করেন দীপু মনি।এছাড়া দেশের বিভিন্ন স্থানে প্রতীক বরাদ্দের পরপরই প্রচারণায় নেমে পড়েন বিভিন্ন দল ও জোটের প্রার্থী ও তাদের সমর্থকরা।