লালমনিরহাট-৩ আসনে ২ মন্ত্রীর লড়াই
মোঃ মামুনুর রশিদ (মিঠু) লালমনিরহাট
সীমান্তঘেঁষা লালমনিরহাট জেলার ৩টি আসনের অন্যতম গুরুত্বপূর্ণ সংসদীয় আসন ১৮, লালমনিরহাট সদর-০৩ আসনে লালমনিরহাট সদর উপজেলার ৯টি মোগলহাট, কুলাঘাট, মহেন্দ্রনগর, হারাটি, খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা, পঞ্চগ্রাম, বড়বাড়ী ইউনিয়নসহ ১টি পৌরসভা লালমনিরহাট নিয়ে গঠিত এ আসন।
এখানে জাতীয় পার্টি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির হেভিওয়েট প্রার্থী থাকায় এ আসনের গুরুত্ব যেন একটু বেশিই মনে করছেন ভোটাররা। এ আসনে জাতীয় পার্টির লাঙ্গল মার্কা নিয়ে লড়বেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি গোলাম মোহাম্মদ কাদের। অপরদিকে রাজনৈতিক মাঠের বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির হেভিওয়েট প্রার্থী বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক , লালমনির হাট জেলা শাখার সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ (অবঃ) আসাদুল হাবিব দুলু এবারে ধানের শীষ নিয়ে নতুন উদ্যমে নির্বাচনী মাঠে নেমেছেন।
তিনি পুরোদমে জেলা সদরের প্রতিটি পাড়া মহল্লায় গণসংযোগ করছেন। সাধারণ মানুষ মনে করছেন এ আসনে এবার লড়াই হবে ২ সাবেক মন্ত্রীর মধ্যেই। ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপির আসাদুল হাবীব দুলু প্রথম ও দ্বিতীয় বারের মতো এমপি নির্বাচিত হন। অতঃপর তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের উপমন্ত্রী পরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনে গোলাম মোহাম্মদ কাদের নির্বাচিত হয়ে প্রথম বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেন। তাই ১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) আসনে সংসদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করবেন ৪ জন। এরা হলেন, জাতীয় পার্টির কো- চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা জাতীয় পাটির সভাপতি গোলাম মোহাম্মদ কাদের, বিএনপির সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, ইসলামী আন্দোলন বাংলাদেশের লালমনিরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মোকছেদুল ইসলাম, বাসদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি আবু তৈয়ব মোঃ আজমুল হক পুতুল। লালমনিরহাট সদর-৩ আসনে মোট ৪ জন প্রার্থী এর মধ্যে হেভিওয়েট ২ জন বিএনপির ধানের শীষ মার্কার অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু ও জাতীয় পার্টির লাঙ্গল মার্কার গোলাম মোহাম্মদ কাদের। সবমিলে এ আসনে সাবেক ২ মন্ত্রীর লড়াই হবে। লালমনিরহাট সদর-৩ আসনে ভোটার সংখ্যা ২ লক্ষ ৫১ হাজার ৬ শত ৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।