বান্দরবানে ১১তম সংসদ নির্বাচনের ভোটের হাওয়া ভাসছে
[চাইথোয়াইমং মারমা (রুদ্র) জেলা প্রতিনিধি বান্দরবান
] বান্দরবানে অাসন্ন ১১তম সংসদ নির্বাচনের ২য় দিনের পৌর শহর জোরে দু বড় রাজনৈতিক দল অাওয়ামীলিগ ও বিএনপি পদ প্রার্থীদের যার যার দলীয় সাদাকালো প্রতীকের পোষ্টার শহরে অলি গলিতে উপরে টাংঙিয়ে দেখা যায়। এবারে ৩০০ নং অাসনে বান্দরবানে তিন প্রতিদন্ধি প্রার্থীরা হলেন, জনাব বীর বাহাদুর উশ্যেসিং,নৌকা মার্কায়, জনাব,সাচিংপ্রু জেরি বিএনপি ধানের শীষ মার্কায়, সহ মো:শওকতুল ইসলামী অান্দোলন পাখা প্রতীক মার্কায় নিয়ে তিনি লড়ছেন।পৌর শহরে সরেজমিনে ঘুরে এসে দেখা যায়,জাতীয় বড় দু রাজনৈতিক দলের বিএনপি ও অাওয়ামীলিগের প্রার্থীর প্রতীক অানাচে কানাচে চোখে পড়ছে।
কিন্ত ইসলামী আন্দোলনের পাখা মার্কায় দেখা যায়নি। বিএনপি ও অাওয়ামিলীগের দু রাজনৈতিক দল নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম সারাদিন মাইকিং স্লো গান মাধ্যমে প্রচারণা চালিয়ে দেখা যায়। সাধারণ ভোটাররা বলেন, এবারে দু বড় রাজনৈতিক দল বিএনপি ও অাওয়ামীলিগ হাড্ডা হাড্ডি লড়াই হবে বলে জানিয়েছেন। তারা অাশাবাদী করছে সুন্দর পরিবেশের নিজের মূল্যেবান ভোটটি যাকে খুশি তাকে দিতে প্রয়োগ করতে পারি। তাই সকল প্রশাসনের কাছে সহযোগিতায় চেয়েছেন। অামার ভোট অামি দেব,যাকে খুশি তাকে নিশ্চিন্তে দিতে পারি। অাগামী ৩০ তারিখে বান্দরবান ৩০০ নং অাসন জনগনের রায়ের মধ্যে দিয়ে বান্দরবান জেলাকে নেতৃত্বে কে বা দেবে একমাত্র ঐ দিনটি কে সবাই তাকিয়ে চেয়ে অাছি। সবাই অাশা বাদী সকল বর্ণ ধর্ম,নির্বেশেষে সুশৃংখলা শান্তি পরিবেশের অাসন্ন ১১তম সংসদ নির্বাচন শেষ করতে পারি।
এলাকায় স্থানীয়রা দাবী বা ব্যক্ত করেছেন। সুত্র জানা যায়,দু বড় রাজনৈতিক দলের মধ্যে সমর্থীত কয়েকজন জনসাধারন কে জিজ্ঞাসা করে জানা যায়। তারা বলেন,বিএনপি সমর্থীত অাওয়াজ শুনতে বেশি পাই বলে সাবাদিককে জানিয়েছেন। তবে এখনো কে বান্দরবানে এমপি হবেন একমাত্র ৩০তারিখে জনগনের রায়ের মাধ্যমে ৩০০ নং এমপি হবেন। মাঠে দেখা যায় দু দলের প্রার্থীরা জনগনের দোয়ারে গিয়ে জনসন্মুখে নেতাকর্মীরা ভোট চাই, বা সভা অায়োজন করে চালিয়ে যাচ্ছে। একদিকে মাঠে ইসলামী অান্দোলন পদ প্রার্থী মো:শওকতুল পাখা মার্কায় নেতানেত্রী কর্মীদের কে দেখতে পাওয়া যায়নি। তার পৌর শহরে পোষ্টার চোখে টাংঙিয়ে নজরে পড়েনি।