সেনাবাহিনী নামায় ভোটার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরে আসবে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
সোমবার (২৪ ডিসেম্বর) ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে নির্বাচন কমিশন আয়োজিত চলমান ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন শেষে সিইসি সাংবাদিকদের এ কথা বলেন।
এসময় প্রধান নির্বাচন কমিশনার সেনাবাহিনী মোতায়েন সম্পর্কে বলেন, সব দায়িত্ব পালন করতে পারবে সেনাবাহিনী। আইনশৃঙ্খলা রক্ষার জন্য যেকোনো ধরনের দায়িত্ব, যেমন সামনে যদি এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যে নিয়ন্ত্রণের প্রয়োজন হবে, তখন তারা স্ব উদ্যোগে সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দিতে পারবে।
সিইসি বলেন, ‘সেনাবাহিনী মোতায়েনের ফলে ভোটারদের মনে আস্থা ফিরে আসবে। সেনাবাহিনী মোতায়েনের উদ্দেশ্য হলো ভোটারদের মনে আস্থা তৈরি করা। এ সুযোগে আমি সব রাজনৈতিক দলের কাছে বিনীতভাবে অনুরোধ করি, নির্বাচন যেন নির্বাচনের মতো হয়। সহিংসতা, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, তর্ক-বিতর্ক, হাঙ্গামা পরিহার করে কেবল নির্বাচনী প্রচারণার মাধ্যমে সংসদ নির্বাচনে নিবদ্ধ থাকার জন্য অনুরোধ করি। এক্ষেত্রে সেনাবাহিনী এলে আরও সহায়তা হবে। আমি বিশ্বাস করি, অপ্রীতিকর সবকিছু এখন থেকেই নিয়ন্ত্রণ হবে।’