বৈঠক শেষ না করেই বেরিয়ে গেলেন ড. কামাল
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বেলা সোয়া ১২টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ে যান ড. কামালের নেতৃত্বে ঐক্যফ্রন্ট নেতারা। পরে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ অন্য কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেন তারা। এ সময় বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়। তবে, আলোচনা শেষ না করে বেরিয়ে এসে মির্জা ফখরুল অভিযোগ করেন, নির্বাচন কমিশন তাদের কোনো অভিযোগই আমলে নিচ্ছে না।
এসময় ফখরুল বলেন, 'বিরোধী দলের নেতাকর্মীদের যে গ্রেফতার, আক্রমণ, আহত করা হচ্ছে এটা যখন নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে প্রধান নির্বাচন কমিশনের কাছ থেকে সেই ধরনের কোনো আচরণ পাইনি।’
এসময় তিনি আরো বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। কারণ নির্বাচনের ন্যূনতম কোনো পরিবেশ সৃষ্টি করতে পারছে না।’