নির্বাচন সুষ্ঠু হয়েছে, ওআইসি’র অভিমত
রোববার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁও এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তারা।
পর্যবেক্ষক দলের দলনেতা মনে এএমবি হামেদ এ অপেলয়েরু করেন, তাদের দেখা মতে অন্তত ৫০ শতাংশ ভোট গৃহীত হয়েছে। তারা যে সব কেন্দ্রে গিয়েছেন, সেসব কেন্দ্রের পোলিং অফিসাররা তাদের ব্যালট বই প্রদর্শন করেছেন। এসব বই এর মধ্যে অধিকাংশরই পাতা অর্ধেকের বেশি ব্যবহৃত ছিল। এর ভিত্তিতেই তারা একথা বলছেন বলেও তিনি নিশ্চিত করেন।
নির্বাচনে সহিংসতা প্রসঙ্গে তারা মনে করেন, সাড়ে ১৬ কোটি জনসংখ্যার দেশে ১৪ জনের নির্বাচনী সহিংসতায় নিহত হওয়া কিছুটা স্বাভাবিক। তবে প্রতিটি প্রাণ মূল্যবান হওয়াতে একটি মৃত্যুও গ্রহণযোগ্য নয়।
হামেদ বলেছেন, নির্বাচনের ভিত্তি তিনটি। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যতা। তাদের কাছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ৩ উপাদানের উপস্থিতি ছিলো বলে মনে হয়েছে। তারা জানান ওআইসি ভালো সরকার ব্যবস্থায় বিশ্বাস করে, আর বিশ্বাসযোগ্য নির্বাচন ছাড়া তা সম্ভব নয়।