নির্বাচন সুষ্ঠু-শান্তিপূর্ণভাবে হয়েছে: ভারতীয় পর্যবেক্ষক
রোববার (৩০ ডিসেম্বর) ঢাকার বিভিন্ন কেন্দ্র সরেজমিনে ঘুরে দেখার পর সাংবাদিকদের কাছে তাদের পর্যবেক্ষণ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
এ সময় ভারতের পর্যবেক্ষক দলের প্রধান গৌতম ঘোষ বলেন, ‘স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিয়েছে। জনগণ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে এবং প্রশাসন পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে।’
তিনি বলেন, ‘চারদিকে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং আমি মনে করি, এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক মতো চলছে।’
বাংলাদেশ ও ভারতের নির্বাচনের মধ্যে কোনো মিল আছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি একই জিনিস দেখতে পাচ্ছি। সেখানেও জনগণ লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয় এবং এখানেও একই ঘটনা ঘটছে। এখানে শান্তি বিরাজ করছে।’