নোয়াখালীতে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের উল্লাস
নোয়াখালী থেকে নবীন
সারা দেশের মতো নোয়াখালীর নয়টি উপজেলায় প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়গুলোর ৪ লক্ষ ১৫ হাজার ১৮৯জন শিক্ষার্থীর মাঝে ১৯ লক্ষ ৮৩ হাজার ৭৮৩ বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে । আজ মঙ্গলবার দুপুরে মাইজদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই তুলে দেয়ার মধ্য দিয়ে জেলায় নতুন বই বিতরণ শুরু করেন জেলা প্রশাসক তন্ময় দাস।
এর আগে সকালে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও নোয়াখালী জেলা স্কুল সহ জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বই তুলে দেন জেলা প্রশাসক তন্ময় দাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: ইলিয়াছ শরীফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সরদার সহ প্রমূখ ।
নতুন বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে উল্লাস প্রকাশ করে ছাত্রছাত্রীরা। শিক্ষার্থীরা এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেয়।
ভক্সপপ-ছাত্রী, নোয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়।
শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেয়ে আনন্দ প্রকাশ করেন জেলা প্রশাসক তন্ময় দাস। নতুন বই হাতে পাওয়াকে ঈদ উৎসবের আনন্দের সাথে তুলনা করেন তিনি।