একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ আগামীকাল।
বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) সকাল ১১টায় শপথ পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শপথ গ্রহণের জন্য ২৯৮ আসনে নির্বাচিতদের গেজেট সংসদ সচিবালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। বুধবার (২ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান।
সংসদ সদস্যদের শপথ গ্রহণের ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন বসবে। অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে শপথ নেয়ার সুযোগ রয়েছে। এর মধ্যে কেউ যদি শপথ নিতে ব্যর্থ হয়, তাহলে ওই আসন শূন্য হবে।