একাদশ জাতীয় সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় নব নির্বাচিত সংসদ সদস্যরা তাঁকে সংসদ নেতা হিসেবে নির্বাচিত করেন।
এর মধ্য দিয়ে চতুর্থবারের মতো সংসদ নেতা হলেন তিনি। বৈঠকে একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন। তারা সম্মিলিতভাবে সংসদ নেতা হিসেবে আওয়ামী লীগ সভাপতিকে নির্বাচিত করেন।
সংসদ নেতা হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং প্রস্তাব সমর্থন করেন উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ২০০৯ সালে নবম এবং ২০১৪ সালে দশম সংসদের পর টানা তৃতীয় মেয়াদে সংসদ নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা। এর আগে ১৯৯৬ সালেও সপ্তম সংসদের সংসদ নেতা ছিলেন তিনি।