প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবে বিকেলে।
গতকাল রোববার (৬ জানুয়ারি) এক ঝাঁক নতুন মুখ নিয়ে ঘোষণা করা হয় মন্ত্রিসভার ৪৬ সদস্যের নাম। নতুন মন্ত্রিসভার সবাই আওয়ামী লীগের। এ সভায় পূর্ণমন্ত্রী থাকছেন ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ এবং উপমন্ত্রী ৩ জন। ৩১ জন নতুন মুখের মধ্যে ২৭ জনই প্রথমবারের মতো স্থান পেয়েছেন মন্ত্রিসভায়।
ওবায়দুল কাদের ও ইয়াফেস উসমান ছাড়া দুই মেয়াদে মন্ত্রী ছিলেন এমন কেউই স্থান পাননি নতুন মন্ত্রিসভায়।
এই প্রথম শেখ হাসিনার সরকারে শরিকদের কারো জায়গা হয়নি। ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সদস্যদের নাম ও দফতর চূড়ান্ত করা হয়েছে। তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে নতুন গাড়ি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ৩ জানুয়ারি নব-নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। এরপর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে মন্ত্রিসভা গঠনের আহ্বান জানান রাষ্ট্রপতি।