একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে শেয়ারবাজারের সূচক।
নির্বাচনের আগে কয়েক মাস ধরে শেয়ারবাজারে মন্দা অবস্থা বিরাজ করছিল। কিন্তু নির্বাচনের পরপরই মানুষের আস্থা ফিরে আসায় বাজার চাঙ্গা হতে শুরু করে। এই ধারা অব্যাহত থাকলে শীঘ্রই দেশের শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন এ খাত সংশ্লিষ্টরা।
মঙ্গলবার( ৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এক দিনেই ১১৬ পয়েন্ট বা ২ শতাংশের বেশি বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৩৯৯ পয়েন্ট বা ২ দশমিক ৩৩ শতাংশ।
তবে সূচক বৃদ্ধি ছাড়াও লেনদেনেও গাড়ি বাড়ছে। মঙ্গলবার দিন শেষে ঢাকায় লেনদেন হয়েছে হাজার কোটি টাকার বেশি। অন্যদিকে চট্টগ্রামের বাজারে সোমবারের চেয়ে ৩২ কোটি টাকা বেড়ে ৭৪ কোটি টাকায় দাঁড়িয়েছে।
নির্বাচনের পর শেয়ারবাজারে সূচকের উত্থানের পেছনে বড় ভূমিকা রেখে চলেছে ব্যাংক, বিমা, ওষুধ, টেলিকমসহ মৌল-ভিত্তির কোম্পানিগুলো। এসব কোম্পানির শেয়ারের দাম বাড়তে থাকায় সূচকও লাফিয়ে বাড়ছে।
তবে সূচকের এত দ্রুত উত্থানে আশঙ্কাও রয়েছে। ফলে কিছুটা শেয়ারবাজারে এই সুখ নিয়ে সন্দিহান বাজার–সংশ্লিষ্ট ব্যক্তি ও বিশ্লেষকেরা।