জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে দেয়া ১০ বছরের সাজা সংক্রান্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আজ-সোমবার এটি প্রকাশ করা হয়। রায়ে খালেদা জিয়াকে নিম্ন আদালতের দেয়া কারাদণ্ড আরো ৫ বছর বাড়িয়ে ১০ বছর করে হাইকোর্ট।২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয় বিশেষ জজ আদালত।
মামলার অন্য আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য ৫ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ডসহ প্রত্যেককে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা করে জরিমানা করে আদালত।
আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করলে ২৮ কার্যদিবসে উভয়পক্ষে মোট ৩২ দিবস যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বছর ৩০ অক্টোবর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সংক্ষিপ্ত রায় ঘোষণা করে। নিম্ন আদালতের দেয়া ৫ বছরের সাজার বিরুদ্ধে করা দুদকের রিভিশন আবেদন গ্রহণ করে খালেদা জিয়াকে ১০ বছরের কারাদণ্ড দেয় আদালত।
একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য ৫ আসামির ১০ বছরের কারাদণ্ড বহাল রাখা হয়।
সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে সোমবার সংশ্লিষ্ট বেঞ্চের বিচারপতিদের স্বাক্ষরের পর ১৭৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।