জয়পুরহাটের আঞ্চলিক পাসপোর্ট অফিসের রাজস্ব আয় ১১ কোটি টাকা।
নিরেন দাস জয়পুরহাট,রিপোর্ টস।
জয়পুরহাট আঞ্চলিক আন্তঃ জেলা পাসপোর্ট অধিদপ্তর পাসপোর্ট সেবা প্রদানের মাধ্যমে গত ৪ বছরে ১০ কোটি ৯৩ লক্ষ ১৩ হাজার ৯৪০ টাকা রাজস্ব খ্যাতে আয় করেছে বলে জানা যায়।
বিষয়টি জয়পুরহাট আঞ্চলিক পাসপোর্ট অধিদপ্তর অফিসের সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলার সাধারন মানুষের কথা বিবেচনায় রেখে তৃতীয় বারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন জনবান্ধব সরকার ২০১৪ সালের ২ ডিসেম্বর থেকে জেলা প্রশাসকের অফিস চত্বরের তিন কক্ষ নিয়ে চালু করা হয় আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম।
যা এ পর্যন্ত পাসপোর্টের আবেদন গ্রহন করা হয় ৩১ হাজার ৭৮৫ টি। এরমধ্যে গ্রাহক পর্যায়ে পাসপোর্ট বিতরণ করা হয়েছে ৩০ হাজার ৩৬৬ টি। অনেক সময় গ্রাহক না আসা এবং পুলিশ ক্লিয়ারেন্স সময়মত না পাওয়ার জন্য পাসপোর্ট বিতরণে বিলম্ব হয়ে থাকে। জয়পুরহাট পাসপোর্ট অফিস দালাল মুক্ত উল্লেখ করে উপ-সহকারী পরিচালক মোঃ শরবেশ আলী বলেন, জয়পুরহাট জেলায় বিদেশ গামী মানুষের সংখ্যা অন্যান্য জেলার তুলনায় কম। কিন্তু ইসুকৃত পাসপোর্ট গুলোর মধ্যে অধিকাংশই চিকিৎসার জন্যই বেশি।
এ ছাড়া রয়েছে হজ্বব্রত পালন উপলক্ষে করা পাসপোর্ট। ফলে এখানে পাসপোর্ট করার আবেদন তুলনামূলক কম হলেও বর্তমান সরকারের বিদেশমূখী কার্যক্রম গ্রহণের ফলে তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারপরেও জেলা পাসপোর্ট অধিদপ্তর ২০১৪ সালের ২ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাসপোর্ট সেবা প্রদানের মাধ্যমে ১০ কোটি ৯৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকা রাজস্ব আয় করেছেন বলে তিনি চ্যানেল ফোর টিভি কে জানান।