গণতন্ত্রই যে উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে বাংলাদেশ এক্ষেত্রে প্রমাণিত সত্য-প্রধানমন্ত্রী
গণতন্ত্রই যে উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে বাংলাদেশ এক্ষেত্রে প্রমাণিত সত্য- জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি বলেন, এ ধারাবাহিকতা বজায় রেখেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা হবে।
তিনি আরো জানান- গণতান্ত্রিক ধারায় সমালোচনায় কোনো বাধা দেয়া হবে না কাউকে, বদলে পাবেন সহযোগিতা।
একাদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে নব নির্বাচিত স্পিকার ড. শিরীন শারমিনকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সফল নির্বাচনের জন্য দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে যে গণতান্ত্রিক ধারা দেশে অব্যাহত রয়েছে তা ধরে রাখতে হবে।
গণতান্ত্রিক ধারায় সমালোচনায় কাউকে কোন বাধা দেয়া হবে না বলে জানান প্রধানমন্ত্রী।
নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, দেশে যেন শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে।
সকলের সহযোগিতায় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন মুজিবকন্যা।