উপনির্বাচনে নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির রিটার্নিং অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে দেয়া ব্রিফিং-এ তিনি এ কথা বলেন। আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন সিইসি।
নির্বাচন কমিশনার নুরুল হুদা বলেন, নির্বাচনে কে জয়ী হল তা ম্যাজিস্ট্রেটদের বিষয় নয়। ম্যাজিস্ট্রেটদের বিষয় নির্বাচনের আচরণবিধি সম্পর্কে লক্ষ্য রাখা।
ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, নির্বাচনের প্রেক্ষাপট যতই ক্ষুদ্র হোক না কেন, ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব অনেক বড়। আমরা চাই আপনাদের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক।