একুশে ফেব্রুয়ারি দিবসটি পালনে উদযাপনে যথাযোগ্যভাবে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে :স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
বৃহস্পতিবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সভা শেষে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বরাবরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের ব্যবস্থাপনায় নিরাপত্তা দেবে আইন শৃঙ্খলা বাহিনী, প্রয়োজনে বিজিবি, আনসার থাকবে।
কোনো দোকানপাট খোলা থাকবে না—সিসিটিভির আওতায় থাকবে পুরো এলাকা শুধু পানি ও স্বাস্থ্যসেবা দিতে চিকিৎসক অ্যাম্বুলেন্স থাকবে বলে জানান তিনি।
ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখতে একটা রোডম্যাপ করা হবে যেহেতু বইমেলা ও মেট্রোরেলের কাজ চলছে জানান মন্ত্রী।
সারাদেশের নিরাপত্তা বেষ্টিত রাখা হবে ওদিন—যাতে ভালভাবে ভয়ভীতি ছাড়া সকলে দিবসটি উদযাপন করতে পারেন বলেন মন্ত্রী।
তিনি বলেন, সীমান্তে কেন হত্যা হচ্ছে বিএসএফের সঙ্গে কথা বলছে বিজিবি প্রয়োজনে আরো উচ্চ পর্যায়ে বৈঠক হবে,
হঠাৎ করে কেন হত্যাকাণ্ড শুরু হলো- সে বিষয়ে জানতে চাওয়া হবে—বিএসএফ বিজিবি ডিজি পর্যায় আগে হবে
সেখানে সিদ্ধান্ত না এলে আরো উচ্চ পর্যায়ে বৈঠক হবে—এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, যেসব হত্যাকাণ্ড ঘটছে তার কারণ খুঁজে দেখা হবে।
রোহিঙ্গারা আসছে নতুন করে, ওখানকার সীমান্তে কড়া নিরাপত্তা প্রহরা থাকা সত্ত্বেও—সাংবাদিদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তবে যা শোনা যাচ্ছে সে পরিমাণে আসছে না।
তিনি আরো জানান, যাতে আর না আসতে পারে সেজন্য ব্যবস্থা নেয়া হয়েছে।