‘আদালতের রায় স্কুল-কলেজের শিক্ষকদের কোচিং বন্ধে আদালতের রায় বাণিজ্যিক কোচিং পরিচালনায় কোনো প্রভাব পড়বে না
সকাল থেকে রাত, একের পর এক ব্যাচ- কোচিংয়ের এমন চিত্র চোখে পড়ে রাজধানীর অনেক এলাকাতেই।
গত কয়েক বছর যাবৎ এসএসসি পরীক্ষার আগে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা থাকলেও লোকসানের ভার নিতে নারাজ এই কোচিং সেন্টারগুলো। যেখানে পড়তে আসছেন এসএসসি পরীক্ষার্থীরাও। তাদের বক্তব্য পড়াশোনায় ভালো করার জন্য কোচিং তাদের জন্য প্রয়োজনীয়।
শিক্ষার্থীদের এমন বক্তব্যই প্রমাণ করে শ্রেণিকক্ষ নয়, তাদের আস্থার জায়গা কোচিং সেন্টারই। যদিও স্কুল-কলেজের শিক্ষকদের কোচিং বন্ধে হাইকোর্টের দেয়া রায়ে কিছুটা স্বস্তি প্রকাশ করলেন অভিভাবকরা। তারা বলেন, স্কুলে যদি ঠিক করে পড়াশোনা করানো হয় কোচিং সেন্টারের প্রয়োজন নেই বলে মনে করেন তারা।
আগামী ২৭ ফেব্রুয়ারি কোচিং সেন্টার খোলার নির্দেশনা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের।