কুড়িগ্রামে স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টার উদ্বোধন
কুড়িগ্রাম প্রতিনিধি
“স্বপ্ন দেখি-স্বপ্ন দেখাই” এই শ্লোগানকে নিয়ে কুড়িগ্রামে সব শ্রেণির মানুষের প্লাটফরম হিসেবে ‘স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টার’-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) আবুল কালাম আজাদ ‘স্বপ্নকুঁড়ি রিসোর্সং সেন্টার’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী, কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীন, পুলিশ সুপার মেহেদুল করিম, ইউনিসেফ’র রংপুর ও রাজশাহী অঞ্চলের চীফ অব ফিল্ড অফিস নাজিবুল্ল্যাহ হামীম, সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, ডিডিএলজি রফিকুল ইসলাম সেলিম, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু প্রমুখ।
বেকার যুব-যুবতীতের জন্য কর্মসংস্থানের জন্য দিক নির্দেশনা তৈরী করে দেয়া, আর্থসামাজিক উন্নয়ন এবং শিশু-কিশোর-কিশোরীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারটি মাধ্যম হিসেবে কাজ করবে।