দু:স্থ ও অসহায়রা যাতে ভাতা পান সেই চেষ্টা করা হবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি
এম এ লিংকন,মেহেরপুর প্রতিনিধি
জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, বর্তমান সরকার বিভিন্ন দু;স্থ ও অসহায় মানুষকে ভাতা দিয়ে তাদের ভালো রাখার চেষ্টা করে যাচ্ছে। আগামিতে যাতে আরো বেশি অসহায় ও দুস্থ ভাতা পেতে পারে সে ব্যাপারে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
আমরা চাই আমাদের এই এলাকার মানুষ ভালো খাকুক, শান্তিতে থাকুক। তারা যেন অর্থ কষ্টে না ভোগে। শনিবার দুপুরে মেহেরপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত দু:স্থ রোগীদের মাঝে অর্থ সহায়তায়র চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ রায়ের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আতাউল গনি, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মেহেরপুর পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন, সদর উজেলার নির্বাহি কর্মকর্তা মাসুদুল আলম।
অনুষ্ঠানে মেহেরপুরে ক্যান্সার, কিডনি,লিভার ,সিরোসিস ,স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহযোগীতার চেক ও বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান পরিষদের এককালীন অনুদান দেওয়া হয়। এর মধ্যে ৪৭ জনকে ৫০ হাজার টাকা করে ২৩ লাখ ৫০ হাজার টাকা এবং বিভিন্ন রোগে আক্রান্ত ২৮৩ জননের মাঝে ৫০০ টাকা করে ১লাখ ৪১ হাজার ৫০০ টাকার চেক বিতরন করা হয়।