মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটিএ’র ব্যর্থতা কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল জারি
মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটিএ’র ব্যর্থতা কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেইসঙ্গে মেয়াদোত্তীর্ণ ও লাইসেন্স বিহীন যানবাহনের সংখ্যা কত একমাসের মধ্যে তার রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
সারা দেশে ৭০ হাজারেরও বেশি যানবাহনের ফিটনেস সার্টিফিকেট নেই সংবাদমাধ্যমে এমন প্রতিবেদন আমলে নিয়ে বিচারপতি নজরুল ইসলাম ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে আজ এ আদেশ দেন।
এ সময় বিআরটিএ’র রোড সেফটি বিভাগের পরিচালককে আগামী ৩০ এপ্রিল আদালতে হাজিরেরও নির্দেশ দেন।