বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাহিদুরের শপথ নেয়ার কারণ জানালেন
একাদশ জাতীয় সংসদের সদস্য হতে শপথ নেওয়ার জন্য দলের নেতা জাহিদুর রহমানের ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল।
সরকারের পক্ষ থেকে এ চাপ সৃষ্টির বিষয়টি বিএনপি নিশ্চিত হয়েছে বলেও তিনি দাবি করেছেন।
শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, আমরা নিশ্চিত যে, জাহিদুর রহমানের শপথ নেওয়ার পেছনে সরকারের চাপ ছিল। কিন্তু আমরা এতে বিচলিত নই।
তিনি বলেন, বিএনপি থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর শপথ নেয়ার বিষয়ে সরকারের চাপ আছে। তারপরও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে শপথ শৃঙ্খলাভঙ্গ। যারাই এটি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বিএনপি মহাসচিব বলেন, বিএনপির প্রতীকে নির্বাচন করে জয়ী হয়েছেন জাহিদুর। বিএনপি ভোটারবিহীন নির্বাচনে গঠিত একাদশ সংসদে যোগ না দেয়ার বিষয়ে অনড় অবস্থানে। জাহিদুর দলীয় সিদ্ধান্ত না মেনে শপথ নিয়েছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।