নুসরাত হত্যা মামলায় দ্রুত সম্ভব চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন পিবিআই প্রধান
ফেনীর নুসরাত হত্যা মামলায় চলতি মাসের মধ্যেই যত দ্রুত সম্ভব চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার। শনিবার (৪ মে) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এসময় নুসরাতের বক্তব্য মোবাইল ফোনে ধারণ করে ছড়িয়ে দেয়ার ঘটনায় সোনাগাজী থানার প্রত্যাহার হওয়া ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার তদন্ত প্রসঙ্গে পিবিআই প্রধান জানান, তদন্তে কারো সঙ্গেই আপস করা হবে না।
তিনি বলেন, আমরা এই মাসটা টার্গেট করেছি যদ দ্রুত সম্ভব আমরা চার্জশিট দিয়ে দিবো। ১৬ জনকে পেয়েছি তার মধ্যে ৯ জন ১৬৪ ধারায় আদালতে জবানবন্দী দিয়েছে। আরো অনেকের নাম এসেছে মামলায় তাদের জবানবন্দিও আমরা নিবো।
তিনি আরো বলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা যে নুসরাতের ভিডিও করেছে, ভিডিও করা সেই মোবাইলটিও জব্দ করা হয়েছে।