গাংনীতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় এমপি সাহিদুজ্জামান খোকন ।
মেহেরপুর প্রতিনিধি
আমাদের এই বাংলাদেশকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকহানাদারদের হাত থেকে মুক্ত করে এদেশের আপামর সকল শ্রেনী পেশার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে গেছেন। তিনি দিনরাত পরিশ্রম করেছেন এই দেশটাকে সোনার বাংলা গড়ে তোলার জন্য।
স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়য়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মেহেরপুর-২ গাংনী আসনের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সাহিদুজ্জামান খোকন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তাঁরই সুযোগ্য কন্যা আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং তিনি তা বাস্তবায়ন করেও দেখাচ্ছেন। আজ আমাদের দেশ উন্নয়নশীল দেশের কাতারে পৌছে গেছে আজ আমাদের দেশের গ্রামাঞ্চলগুলোকে শহরে রুপান্তর করা হচ্ছে। তিনি বলেন এসবই সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে-দক্ষ সিদ্ধান্তে।
এমপি সাহিদুজ্জামান খোকন সকলের উদ্দেশ্যে বলেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণে আসুন আমরা সবাই মিলে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালি করে তুলি। আসুন সকলে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলি সাথে সাথে জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের উন্নত বাংলাদেশ গড়ে তুলি।
উপজেলা নির্বাহি কর্মকর্তা বিষ্ণু পদ পাল এর সভাপতিত্বে সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ প্রশিক্ষন কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়য়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আকতারুজ্জামান, মুজিবনগর উপজেলা নির্বাহি কর্মকর্তা নাহিদা আক্তার প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাশারের সঞ্চালনায় এসময়, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, কথা সাহিত্যিক রফিকুর রশীদ রিজভি,উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুল ইসলাম জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন কুমার, কাথুলি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, গাংনী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সন্ধানী সংস্থার নির্বাহি পরিচালক মহাঃ আবু জাফর, গাংনী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন,উপজেলা প্রেসক্লাব গাংনীর সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ লিংকন, সাংবাদিক ফারুক আহম্মেদ,দৈনিক মানবজমিনের সাংবাদিক সাহজুল ইসলাম সাজু, প্রেসহাউজের সভাপতি সাংবাদিক এ সিদ্দিকী শাহীন, সাংবাদিক তোফায়েল হোসেন, সাংবাদিক জিনারুল ইসলাম দিপু প্রমুখ।
দিনব্যাপী কর্মশালায় দশটি দল পৃথকভাবে তাদের উন্নয়ন শির্ষক পরিকল্পনা উপস্থাপন করেন।
গভর্নেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রীর কাযালয়ের সহযোগিতায় গাংনী উপজেলা প্রশাসন এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে।