দৃষ্টি প্রতিবন্ধি আজিজুল ইসলামের সঙ্গীত চর্চায় দর্শকের মনভরাতে নতুন একটি হারমোনিয়াম প্রদান
দৃষ্টি প্রতিবন্ধি আজিজুল ইসলাম বিশেষ করে গাইবান্ধা সদর ও সাঘাটা উপজেলার বিভিন্ন হাটে বাজারে খালি গলায় জারী-সারী,ভাওয়ায়ইয়া গান গেয়ে গান শ্রোতাদের মনোরঞ্জন করে শ্রোতাদের দু-এক টাকা করে সহযোগিতা নিয়ে দির্ঘদীন যাবৎ জিবীকা নির্বাহ করে আসছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জেলা প্রশাসকের নজর পড়ে এই দৃষ্টি প্রতিবন্ধি (অন্ধ) গায়কের প্রতি তার গানের সুরের প্রতি । পরে গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন ঐ গায়ক কে ডেকে পাঠান এবং অন্ধ গায়ককে একটা উপহার দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
নিজ অফিসে বসে নিয়ে তাহার নিজেস্ব চাহিদা মাফিক উপহারের বিষয়ে আলোচনা কালে প্রতিবন্ধি আজিজুল মধুর কন্ঠে গান গেয়ে শুনান এসময় আজিজুল তার গানের শ্রোতা ও দর্শকপ্রিয়তা বৃদ্ধির লক্ষে একটি হরমোনিয়াম প্রয়োজন এমন টা জানালে তার কথায় জেলা প্রশাসক তাকে একটি হারমোনিয়াম ও কিছু আর্থিক সহযোগিতা প্রদান করেছেন।
দৃষ্টি প্রতিবন্ধি আজিজুল সাঘাটা উপজেলার খামারধনারুহা গ্রামের একজন দারিদ্র পরিবারের সন্তান এবং জন্ম থেকে অন্ধ সে সমাজের বিশেষজ্ঞানের অধিকারী সুরের মাধ্যমে মানবের মন জয় করে যার দীর্ঘ সময়ের পথচলা।
এরকম পথের ধুলায় মেকে থাকা বিশেষজ্ঞাণ সম্পর্ণ মানুষ কে তৃণমুলের সাংস্কৃতিক কর্মীদের উঠিয়ে এনে তাদের ধোলায় ঢাকা পড়া প্রতিবন্ধি অদম্য মেধাবীকে নতুনত্ব প্রদান করলেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন । এমন একটি উপহার জেলা প্রশাসকের নিকট হতে গ্রহন করে আনন্দিত দৃষ্টি প্রতিবন্ধি আজিজুল ইসলাম।