বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রুমায় মঙ্গল শোভাযাত্রা
মংহাইথুই মারমা-রুমা(বান্দরবান)প্রতিনিধিঃ
বুদ্ধ পূর্ণিমা( বৈশাখী পূর্ণিমা) উপলক্ষে রুমায় বিশ্ব শান্তি ও মঙ্গল কামনা করে ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের এই পূর্ণিমায় জন্ম গ্রহন, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ লাভ করায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ।শনিবার(১৮ মে) সকালে পার্বত্য ভিক্ষু সংঘ ও রুমা দেব বৌদ্ধ দায়ক-দায়িকার উদ্যোগে রুমা দেব বৌদ্ধ বিহার থেকে শুরু করে বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রুমা দেব বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়।
এতে রঙ-বেরঙের বৌদ্ধ পতাকা মাথায় নিয়ে পূর্ণার্থী বৌদ্ধ ধর্মাবলম্বী নারী ও পুরুষ অংশ নেন।মহামতি গৌতম বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান এ ধর্মীয় উৎসব উপলক্ষে রুমায় মিনঝিড়ি পাড়ার বৌদ্ধ বিহার, থানা পাড়া বৌদ্ধ বিহার, বটতলী পাড়া বৌদ্ধ বিহার, চান্দা পাড়া বৌদ্ধ বিহার ও কংগো পাড়া বৌদ্ধ বিহারসহ আরও বিভিন্ন পাড়ার বিহারে প্রতিটি বৌদ্ধ মন্দিরে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।এদিকে, বুদ্ধ পূর্ণিমায় জঙ্গী হামলায় হুমকিতে রুমায় আইন-শৃংঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে। রুমায় দেব বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বৌদ্ধ মন্দিরে অস্থায়ী চেক পোষ্ট বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।