দারিয়াপুরে মানস নদী মাছের ঘের দখল করে নিয়েছে মৎস্যজীবীরা
গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধা সদর উপজেলায় মানস নদী দখল করে বাঁশের বেড়া দিয়ে মাছের ঘের তৈরি করেছে স্থানীয় প্রভাবশালীরা। ফলে এসব মুক্ত জলাশয়ে মাছ শিকার করতে পারছে না সাধারণ জেলেরা। এতে মৎস্যজীবীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি বিঘ্ন ঘটছে জীববৈচিত্র ও নৌ-যান চলাচলে। নদী দখল করে তৈরি করা হয়েছে বেশকিছু মাছের ঘের।
নদী আইন অনুযায়ী মানস নদী প্রান্তিক জেলেদের জন্য উন্মুক্ত থাকার কথা। কিন্তু মানস নদীর ১০ কিলোমিটারের মধ্যে অবৈধভাবে অর্ধ শতাধিক মাছের ঘের তৈরি করেছে প্রভাবশালীরা। ফলে, জাল নিয়ে নদীতে নামতে পারে না মৎস্যজীবীরা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় জেলে বলেন, ‘প্রভাবশালীদের দখলের কারণে মানস নদীতে মাছ ধরতে পারি না।
ফলে মাছ ধরার জন্য কামারজানির ব্রহ্মপুত্র নদে যেতে হচ্ছে। এটা আমরা চাই না’। স্থানীয় সাদেকুল ইসলাম জানান, ‘মাঝ নদীতে ঘের স্থাপন করায় সরু হয়ে গেছে নৌ পথ। ফলে বর্ষা মৌসুমে নদীতে নৌ-যান চলতে পারেনা। অবৈধ ঘের স্থাপনের বিষয়টি স্বীকার করে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানালেন, নদী থেকে বাশের বাঁধ অপসারণের কাজ চলছে। পর্যায়ক্রমে সকল বাঁধ অপসারণ করা হবে। এদিকে ঘের উচ্ছেদ করে জলাশয় উন্মুক্ত করে দেয়ার দাবি জানিয়েছে নদীপাড়ের মানুষ।