ঈদ কী সবার জন্য? সবার জীবনে কী ঈদ আসে?
জীবনের শেষ সময়ে এসে একা, নিঃসঙ্গ; পরিবার আর স্বজন ছাড়া যাদের ঈদ কাটছে বৃদ্ধাশ্রমে, কেমন আছেন তারা?
বৃষ্টিস্নাত সকাল। বহু দূরে চোখ। কোনো অতীতের স্মৃতি হাতড়ে বেঁচে থাকার রসদ বুঝি খুঁজছেন তিনি!
বৃদ্ধাশ্রমের রঙন কিংবা নয়নতারা ফুল এক সময় হয়তো মন কাড়তো। মন এখন আর কিছুই কাড়ে না।
শুধু দিন গোনা এ বৃদ্ধাশ্রমে। এখানে দিন কাটে তো রাত কাটে না, হাতের ভিতর হাত থাকে না। যেটা থাকে সেটার নাম বিষাদ, সেটার নাম কষ্ট। তবু জীবন সুন্দর।
বৃদ্ধাশ্রমে থাকা এক বাবা বলেন, ‘সকালে উঠে খিচুড়ি খেলাম এখন বারান্দায় দাঁড়িয়ে গাড়ি দেখবো মানুষ দেখবো। আমি মনে করি জীবন সব সময় অনেক সুন্দর।’
এক সময় ছিলেন দাপুটে মানুষ। সমাজে বিশেষ অবস্থানও ছিল তাদের। এখন জীবনের কাছে প্রত্যাখ্যাত হয়ে শেষ আশ্রয় বৃদ্ধাশ্রমে।
বৃদ্ধাশ্রমে থাকা আরেক বাবা বলেন, ছেলে মেয়ে নিয়ে বাসায় থাকলে যে আনন্দ পেতাম সেই আনন্দ তো এখানে নেই। তারপরও এই আনন্দকেই মেনে নিতে হচ্ছে ছেলে মেয়ে তো পাশে নেই।
তবু বেঁচে থাকতে হয় আশায়। জীবন তার সুবিশাল বাহু প্রসারিত করুক জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা এসব লড়াকু মানুষের।