সালথায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরন
বুলবুল, ফরিদপুর :
ফরিদপুরের সালথা উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠান করা হয়েছে।
সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ মংগলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কতৃক আয়োজিত এ অনুষ্ঠানে ৩টি কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসার ছাত্র-শিক্ষক সহ ১৪টি ইভেন্টে মোট ৫৮ জনের মধ্যে ক্রেষ্ট ও সনদপত্র বিতরন করা হয়।
শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষক সহ কেরাত, হামদ-নাত, বাংলা রচনা প্রতিযোগিতা, বাংলা কবিতা আবৃতি, দেশের গান, রবীন্দ্র সংগীত, লোক সংগীত, নজরুল সংগীত, বিতর্ক, স্কাউটিং ইত্যাদী ইভেন্টে বিজয়ীরা এ অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও এবং এসি ল্যান্ড তানজীলা কবীর ত্রপা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতব্বর, নবকাম পল্লী ডিগ্রী কলেজের প্রিন্সিপাল মো: ওবায়দুর রহমান, বিভাগদী শহীদস্মৃতি কলেজের অধ্যক্ষ মো: তরিকুল ইসলাম, নবকাম পল্লী কলেজের প্রভাষক পারবিন আক্তার,সালথা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান,মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও মিতালী বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক খায়রুল আলম (এনামুল স্যার), ইউসুফদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু সায়েম মোল্যা, শ্রেষ্ট শিক্ষক মিতালী বিদ্যপিঠ মো: আলী জাফর, শ্রেষ্ট শিক্ষক ইউসুফদিয়া আলিম মাদরাসার তাওফিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আবুল খায়ের।
অনুষ্ঠানে এক বক্তৃতায় উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সহপাঠ কার্যক্রম জ্ঞানের পরিধি বাড়িয়ে তোলে তাই পুঁথিগত বিদ্যার পাশাপাশি বৈষয়িক জ্ঞান অর্জন করতে সহশিক্ষা পাঠক্রমে বিশেষ মনোযোগ দিতে হবে।
প্রতিযোগিতা নয় আলোকিত মানুষ হবার চেষ্টা করতে হবে, মোবাইল নিয়ে ব্যস্ত না থেকে জ্ঞান আহরনের জন্য ভালো লেখকের বই পড়তে হবে।