'মোবাইল রিচার্জে শুল্ক বাড়ানোয় ক্ষতিগ্রস্ত হবে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা'
মঙ্গলবার (১৮ জুন) রাজধানীর একটি হোটেলে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অ্যামটব জানায়, গ্রাহকের প্রতি ১০০ টাকার রিচার্জ থেকে ভ্যাট, সম্পূরক কর, কোম্পানির আয়কর, বিটিআরসির চার্জসহ ৫০ টাকার মত পরিশোধ করতে হয় সরকারকে। এতে মোবাইল অপারেটরদের বেশিরভাগ প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ব্যবসা করেও লোকসান থেকে বেরিয়ে আসতে পারছে না বলে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে, পুঁজিবাজারে তালিকাভূক্ত মোবাইল অপারেটরের আয়ের রিজার্ভে ১৫ শতাংশ কর প্রত্যাহার এবং স্মার্টফোনের আমদানি শুল্ক অপরিবর্তিত রাখার দাবি করা হয়।
অ্যামটবের মহা সচিব ব্রিগেডিয়ার এস এম ফরহাদ হোসেন, 'পুরো মোবাইল খাতে ১৩শ' কোটি টাকার ওপর খরচ বৃদ্ধি পাবে। এছাড়া ই-কমার্সসহ অন্যান্য ক্ষেত্রে চাকুরির সুযোগ ছিলো সেটাও নষ্ট হয়ে যাবে।'
রবি আজিয়াটা লিমিটেডেন সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, 'আমরা লস করছি তারপরেও ২ শতাংশ শুল্ক দিতে হচ্ছে। যা হয়েছে সঠিক হয়নি।'