‘নারী ও কন্যা শিশুর প্রতি সংহতি’ বিষয়ে আলোচনা সভা
নড়াইল প্রতিনিধি
‘নারী ও কন্যা শিশুর প্রতি সংহতি’ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেসরকারি সংস্থা বাঁচতে শেখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম ।
‘বাঁচতে শেখা’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডক্টর আঞ্জেলা গমেজের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নড়াইল পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রেজাউল বিশ্বাস, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনিচুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি আলমগীর সিদ্দিকী, মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, বক্তারা বলেন, ধর্ষণ, বাল্যবিয়ে, যৌতুক, উত্যক্তকরণ সহ নারী ও কন্যা শিশুর প্রতি নির্যাতন বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। অপরিণত বয়সে ছেলে-মেয়েদের হাতে মোবাইল ফোন, ইন্টারনেট ও মোটরসাইকেল তুলে দেয়া যাবে না।
আচার-আচরণের প্রতি সবাইকে লক্ষ্য রাখতে হবে।