ডিজিটাল গরু' ফেসবুকে ভাইরাল হবিগঞ্জের ‘শিক্ষিত গরু’!
দেয়ালে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার বিজ্ঞাপন। সামনে দাঁড়ানো গরু। তার দাঁড়ানো ও চাহনির এমন ভঙ্গিমা যেন সে বিজ্ঞাপনটি গভীর মনোযোগ দিয়ে পড়ছে বা কী লেখা সেটা বোঝার চেষ্টা করছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি আসতেই গরুটিকে 'শিক্ষিত' উপাধি দিয়েছেন অনেকে। কেউ মজা করে এটিকে 'ডিজিটাল গরু' হিসেবে আখ্যা দিয়েছেন। ছবিটি তোলা হয়েছে হবিগঞ্জ থেকে। হবিগঞ্জের একটি ব্রডব্যান্ড সার্ভিস কোম্পানি বিজ্ঞাপনটি দিয়েছে।
মো. রাকিবুল হক নামে এক ব্যক্তি লিখেছেন, তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্বে পিছিয়ে নেই পশু পাখিও। তাই আমাদের হবিগঞ্জের থেকে শুরু হয়েছে গরুর ডিজিটাল জীবনের সূচনা।
পারভেজ মিয়া নামে এক যুবক লিখেছেন, গরুরও ইন্টারনেটের প্রয়োজন, তাই ‘হবিগঞ্জ নেট কমিউনিকেশন’এর সুযোগ-সুবিধা জানার চেষ্টা...
নয়ন বিশ্বাস নামে এক ব্যক্তি লিখেছেন, যে যাই বলুক, ছবিটা কিন্তু অসাধারণ