বাংলাদেশের উন্নয়নের স্বার্থে ইউরোপে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশের উন্নয়নের স্বার্থে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে ইউরোপের দেশগুলোতে নিয়োজিত রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২০ জুলাই) যুক্তরাজ্যে স্থানীয় সময় বিকেলে ইউরোপের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি।
লন্ডনের একটি হোটেলে ইউরোপের দেশগুলোতে বাংলাদেশ থেকে নিয়োজিত রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময়, ইউরোপে কর্মরত ১৫ দেশের কূটনীতিকদের নানান বিষয়ে নির্দেশনা দেন সরকার প্রধান।
তিনি বলেন, দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে রাজনৈতিক বিষয়গুলোর পাশাপাশি, অর্থনৈতিক কূটনীতির বিষয়গুলোকেও প্রাধান্য দিতে হবে কূটনীতিকদের। এ সময়, ইউরোপের দেশগুলো থেকে বাংলাদেশের জন্য আরো বিনিয়োগ সৃষ্টি করতে দেশগুলোতে কূটনৈতিক তৎপরতা বাড়াতে রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের প্রতি আহ্বান জানান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।