গাইবান্ধায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে অন্য দিকে বানভাসী মানুষের দূর্ভোগ বেড়েছে
ব্রহ্মপুত্র এবং ঘাঘট নদীর পানি দ্রুত কমতে শুরু করায় জেলার বন্যার পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে বন্যা কবলিত রাস্তা ঘাট গুলোর বেহাল অবস্থায় রয়েছে চলাচলে ব্যাপক জনদূর্ভোগ চলছে।
জেলার বিভিন্ন স্থানে এখন বসতবাড়ীতে কোমর পর্যন্ত প্রায় চার হতে ৫ ফিট পানি রয়েছে। ব্রহ্মপুত্র ও ঘাঘট ছাড়া সবগুলো নদীর পানি বিপদসীমার অনেক নিচে রয়েছে। বন্যায় বানভাসীরা পানিতে নৌকায় বা ভেলায় ভাসিয়ে আশ্রয় কেন্দ্রে আনলেও নিজ নিজ বসতবাড়ীতে ফিরতে চলাচলের রাস্তা ঘাটের বেহাল অবস্থা ব্যাপক দূর্ভোগ শুরু হয়েছে।
অপরদিকে ব্রহ্মপুত্রের পানি হ্রাস পেয়ে শনিবার বিকাল ৩টায় বিপদসীমার ৩৭ সে.মি. এবং ঘাঘট নদীর পানি ১৬ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হয়। শনিবার পযন্ত সর্বশেষ ত্রাণ মন্ত্রণালয় থেকে ১ হাজার ৫৫০ মে. টন চাল এবং ৩১ লাখ ৫০ হাজার এবং ৬ হাজার শুকনো খাবার প্যাকেট পাওয়া গেছে।
ইতিমধ্যে বরাদ্দকৃত ওই টাকা থেকে গবাদি পশু ও শিশু খাদ্যের জন্য ৪ লাখ টাকা এবং ঘরবাড়ি মেরামতের জন্য নগদ টাকা বিতরণ করা হচ্ছে। চলমান বন্যায় জেলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।