জনসংযোগ বাড়াতে এবার নতুন পন্থা মমতা বন্দ্যোপাধ্যায় 'দিদি কে বলো ডট কম'
রাজ্যের মানুষের আরো কাছাকাছি পৌঁছতে পশ্চিমবঙ্গ রাজ্যের শাসক দল তৃণমূল আগামী একশো দিন ১০ হাজার গ্রামের জনসংযোগ যাত্রা করবে। তৃণমূল কংগ্রেসের ১ হাজার নেতা-নেত্রী প্রত্যেক গ্রামের গিয়ে ৪ থেকে ৬ ঘণ্টা জনসংযোগই শুধু করবেন না, রাত্রী যাপন করে সেই গ্রামের পরিবেশের আঁচ নেবেন।
শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি কথা বলতে তৈরি করা হয়েছে একটি ওয়েবসাইট। যার নাম দেওয়া হয়েছে "দিদি কে বলো ডট কম"।
খোলা হয়েছে ২৪ ঘন্টা সাত দিনের একটি হটলাইনও। এখানে শুধু দিদি তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেরপাধ্যায়কে নয় কেউ চাইলে তৃণমূলের সদস্যপদও নিতে পারবেন।
সোমবার( ২৯ জুলাই) কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক শুরুর আগে আনুষ্ঠানিক ভাবে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জনসংযোগের ঘোষণা করেন। তিনি বলেন, মানুষের সঙ্গে সংযোগ করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মমতার স্বীকার করে বলেন, 'এটা কোনও নির্বাচনী প্রচারণা নয়। পৌনে দুবছর এখনও কাজের সময়। আমরা কাজটাই গুরুত্ব দিচ্ছি।'