কোরবানির ঈদ সামনে সক্রিয় ভারতীয় ও বাংলাদেশি মুদ্রা জাল কারবারিরা।
জাল ভারতীয় রুপি তৈরির সঙ্গে জড়িত অভিযোগে রাজধানীর মাতুয়াইল থেকে তিনজন এবং ফকিরাপুল এলাকা থেকে বাংলাদেশি মুদ্রা জাল করার অভিযোগে চারজনকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে এ কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
রাজধানীর মাতুয়াইলের এক ফ্ল্যাটবাড়িতেই চলছিল ভারতীয় মুদ্রা জাল করার কাজ। গোয়েন্দা পুলিশের একটি দল হাতেনাতে গ্রেফতার করে দুই নারীসহ তিনজনকে। উদ্ধার হয় ২৬ লাখ জাল ভারতীয় রুপি।
জানা যায়, এই চক্রের হোতা জাকির বিভিন্ন স্থান থেকে কাঁচামাল সংগ্রহ করতো এবং চাপাইনবাবগঞ্জের কিছু অসাধু ব্যবসায়ীকে মুদ্রা সরবরাহ করতেন। গ্রেফতার শান্তা আক্তার ও মমতাজ বেগম জাল রুপি তৈরির দক্ষ কারিগর বলে দাবি গোয়েন্দা পুলিশের। কোরবানির হাট ও ভারতীয় পোশাকের বাজার টার্গেট করেছিল তারা।
এদিকে, পুলিশ প্রধানের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে রাজধানীর পল্টন থেকে টিপু মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের আরেকটি দল।
এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির বেশ কয়েকজন সদস্য এবং অবৈধ অস্ত্র ও মাদকসহ আরো বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।