নরেন্দ্র মোদিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
বুধবার (১৪ আগস্ট) আযাদ কাশ্মীরে বক্তব্য দেয়ার সময় ইমরান খান বলেন, আযাদ কাশ্মীরে পদক্ষেপ নেয়ার পরিকল্পনা রয়েছে ভারতের। আমাদের কাছে তথ্য আছে এবং আমরা এরই মধ্যে জাতীয় নিরাপত্তা কমিটির দুটি সভা করেছি। পাকিস্তানের সেনাবাহিনী পুরোপুরিভাবে অবহিত।
এর আগে পার্লামেন্টে বিশেষ অধিবেশনে বক্তব্য দেয়ার সময় ইমরান খান বলেছিলেন, পাকিস্তানের ভেতরে ভারতের যেকোনো পদক্ষেপের শক্তিশালী পাল্টা জবাব দেবে পাকিস্তান। ভারতের এইসব কর্মকাণ্ড কাশ্মীরেই শেষ হবে না। এ ঘৃণাপূর্ণ আদর্শ পাকিস্তানের দিকেও ধাবিত হবে।
আযাদ কাশ্মীর পরিদর্শনে গিয়ে ইমরান খান বলেন, আমাদের তথ্যমতে- পুলওয়ামা হামলার পরে বালাকোটে তারা যেমন পদক্ষেপ নিয়েছিল, তার চেয়ে বেশি ভয়াবহ পরিকল্পনা নিয়েছে এখন। দখলীকৃত কাশ্মীর থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরিয়ে দিতে তারা এখন আজাদ কাশ্মীরের দিকে নজর বাড়াতে চায়।
এজন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে ইমরান খান বলেন, আপনার জন্য এটা আমার বার্তা: আপনি অ্যাকশনে যেতে পারেন এবং এর প্রতিটিরই পাল্টা জবাব দেয়া হবে। সেনাবাহিনী প্রস্তুত। শুধু সেনাবাহিনীই নয়, পুরো জাতি সেনাবাহিনীর পাশাপাশি যুদ্ধ করবে...। আমরা প্রতিটি ইটের জবাব দেব পাথর দিয়ে।