ভারতের বহুল আলোচিত ইসলামিক বক্তা ডা. জাকির নায়েক এবার মালয়েশিয়ায় নিষেধাজ্ঞার মুখে
সোমবার (১৯ আগস্ট) জাকির নায়েকের ওপর মেলাকা রাজ্যে বক্তব্য রাখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর আগে জোহর, সেলানগর, পেনাং, কেদাহ, পেরলিস এবং সারাওয়াকে জাকির নায়েকের বক্তৃতা নিষিদ্ধ করা হয়।
সোমবার নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যাডলি জাহারি বলেন, এমন কোনো জিনিস চলতে দেওয়া যায় না যা রাজ্যের সম্প্রীতি নষ্ট করে। আমরা জাকির নায়েকের বক্তৃতার অনুমতি দিতে পারি না।
মুখ্যমন্ত্রী জানান, জাকির নায়েক কোনো সভাও করতে পারবেন না।
এদিকে সোমবার বিকালে পুলিশের সদর দফতরে হাজির হতে হবে জাকির নায়েককে। সেখানে পেনাল কোড ৫০৪ ধারা অনুযায়ী তার জবানবন্দি নেয়া হবে।
উল্লেখ্য, ডা. জাকির নায়েকের বিরুদ্ধে ভারতের অর্থপাচার আইনে মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। তিনি বর্তমানে মালয়েশিয়ায় বসবাস করছেন। সম্প্রতি সেখানে তিনি চিনা বংশোদ্ভুত নাগরিকদের নিয়ে এক বিতর্কিত মন্তব্য করার পর তাকে মালয়েশিয়া থেকে বহিষ্কারের দাবি উঠেছে।
সূত্র: মালয়েশিয়া স্টার।