নোয়াখালী জেলা ক্যাবল অপারেটর ও ফিল্ড অপারেটদের সাথে মতবিনিময় সভা
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলার ক্যাবল আপরেটর ও ফিল্ড অপারেটদের সাথে বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নির্দেশ মোতাবেক নোয়াখালী বিটিভি লাইসেন্সধারী সকল ক্যাবল অপারেটর ও ফিল্ড অপারেটদের নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে জেলা প্রশাসক তন্ময় দাসের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ টেলিভিশনের লাইসেন্স কন্টোলার মোঃ জুলফিকার রহমান কোরাইশী, লাইসেন্স সুপার আশরাফুল আলম, লাইসেসন্স ইনিসপক্টের আকরামুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় সরকারি চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের ছবি পরিচ্ছন্ন ও সু-স্পষ্ট শব্দ সহ সম্প্রচার নিশ্চিত করণ বিটিআরসির পরার্মশ ও তথ্য মন্ত্রাণালয়ের নির্দেশনা ক্রামনুসারে বেসরাকরি চ্যানেল সঞ্চালন এবং আইন ও বিধি মোতাবেক টেলিভিশন নেটওর্য়াক কার্যক্রম পরিচালনা এবং ক্যাবল আপারেটর কর্তৃক ৪৮-১০৮ গঐত মডুলেটর ব্যবহার না করার বিষয়ে বিশেষ গুরুত্বরপ করা হয়।
সভায় নোয়াখালী জেলার সকল ক্যাবল অপারেটর ও ফিল্ড অপারেটর উপস্থিত ছিলেন।