বিসিবি কর্তাদের ক্যাসিনোকাণ্ডে সম্পৃক্ততার বিষয়ে যা বললেন পাপন
ক্যাসিনো ব্যবসা কিংবা এই ধরনের কোনো অনিয়মে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেউ সম্পৃক্ত থাকলে তার বিরুদ্ধে বিসিবিও ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, যদি কেউ অন্যায় করে থাকে তার বিচার হবে, এখানে ছাড় পাওয়ার কোনো কারণই নেই। বিসিবিও ছাড় দেবে না।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
বিসিবি সভাপতি বলেন, আগে জানি কে কে জড়িত, হয়তো আরও নাম আসতে পারে, তবে এত আগেই এগুলো নিয়ে ঢালাও মন্তব্য করাটা উচিত হবে না।
ক্লাবগুলো কিভাবে পরিচালিত হবে সেটা নতুন করে ভাববার সময় এসেছে বলেও মনে করেন নাজমুল হাসান।
সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে বিসিবির কারও কারও নামে যে অবৈধ সম্পত্তির অভিযোগ উঠেছে সেটি নিয়েও কথা বলেন তিনি।
পাপন বলেন, ‘কেউ যদি অন্যায় করে থাকে তাহলে তার শাস্তি হবে। এতে কারো কোনো দ্বিমত নেই।’
ক্যাসিনো, জুয়া ও দুর্নীতি প্রতিরোধে প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন তাকে সাধুবাদ জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘এমন একটা সাহসী পদক্ষেপ তার পক্ষেই নেয়া সম্ভব, আর কারো পক্ষেই নেয়া সম্ভব না।’
তিনি বলেন, ‘ক্যাসিনোর সঙ্গে যদি বোর্ডের কারও সংশ্লিষ্টতা থাকে তাহলে প্রচলিত আইনে তার বিচার হবে। যারা জড়িত থাকবে তারাই ধরা পড়বে এবং তাদের বিচার হবে। এটাই আমরা চাই। আমরা আশা করি সুষ্ঠু বিচার হোক। আসল যারা দোষী আছে তারা ধরা পড়ুক।’
বিসিবির তরফ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হবে কী না? এমন প্রশ্নে সভাপতি বলেন, ‘আমাদের তো পদক্ষেপ নেয়ার কিছু নেই। যদি অপরাধ প্রমাণিত হয় তখন অবশ্যই বোর্ড সিদ্ধান্ত নেবে। অপরাধ প্রমাণ হলে আমরা ব্যবস্থা নেব। এখনই কিছু বলাটা খুব দ্রুত হয়ে যায়।’