শাহ আমানতে সুইপারের জুতায় ৪ কেজি স্বর্ণ
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৬টি সোনার বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক পরিচ্ছন্নতা কর্মীকে গ্রেপ্তার করেছেন শুল্ক গোয়েন্দারা।
বিমানবন্দরের ব্যবস্থাপক ইউং কমান্ডার সারোয়ার ই আলম জানান, বুধবার সকালে মোহাম্মদ ইলিয়াস নামে ২৫ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
“দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট ক্লিন করার পর ইলিয়াসকে তল্লাশি করে এসব সোনার বার পাওয়া যায়। সেগুলোর মোট ওজন চার কেজি ২০০ গ্রাম।”
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রিয়াদুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে দুবাই থেকে আসা ফ্লাই দুবাই ফ্লাইটে পরিচ্ছন্নতা শেষ করে বের হয় বাংলাদেশ এয়ারলাইনসের ওই সুইপার। এ সময় সন্দেহ হলে তাকে আটক করা হয়।
পরে তার জুতার ভেতর লুকানো অবস্থায় চার কেজি স্বর্ণ উদ্ধার করা হয়; যার মূল্য প্রায় দুই কোটি টাকা। এ ঘটনায় ওই সুইপারের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা হয়েছে বলে জানান ওই কাস্টমস কর্মকর্তা।