পোড়াবাড়ী ক্যাম্প কর্তৃক সিরাজগঞ্জ হতে অপহৃত দুই জন ভিকটিমকে গাজীপুর হতে উদ্ধার ॥
র্যাব-১ প্রেস বিজ্ঞপ্তি
১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, বিপুল পরিমান অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
২। এরই ধারাবাহিকতায় গত ০৭ অক্টোবর ২০১৯ ইং তারিখ ১৭.৩০ ঘটিকার র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজীপুর জেলার সদর থানাধীন রাজবাড়ী এলাকায় কতিপয় অপহরণকারী ভিকটিমদ্বয়সহ মুক্তিপণের টাকা নেয়ার জন্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গাজীপুর জেলার সদর থানাধীন রাজবাড়ী এলাকার একটি বাড়ীতে অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিম ১। মোঃ জিহাদ হাসান(১৫), পিতা-আঃ রশিদ মিয়া, ২। মোঃ সুমন(১৫), পিতা-মোঃ ইউসুফ আলী, উভয় সাং-দেবীপুর, থানা-তাড়াশ, জেলা-সিরাজগঞ্জদ্বয়’কে উদ্ধার করে এবং র্যাবের উপস্থিতি টেরপেয়ে অপহরণকারীরা সু-কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
৩। ঘটনার বিবরণে জানা যায় যে, গত ০১ আগষ্ট ২০১৯ তারিখ আনুমানিক ১১.৩০ ঘটিকার সময় ভিকটিম দ্বয় তাদের নিজ গ্রাম সিরাজগঞ্জ হতে অপহৃত হয়। তারা অনেক খোঁজাখুঁজি করে ভিকটিমদের না পেয়ে গত ১৯/০৯/২০১৯ ইং তারিখ সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় একটি অপহরণ মামলা করেন দায়ের করেন, যার নম্বর-১৮ তারিখ ১৯/০৯/২০১৯ ধারাঃ ৩৬৪/১০৯ দঃ বিঃ।
৪। বিষয়টি গত ০৬ অক্টোবর ২০১৯ ইং তারিখ ১নং ভিকটিমের বাবা র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এসে অপহৃত ছেলের মুক্তির জন্য আইনগত সাহায্য কামনা করে। অপহরণের ঘটনাটি অবহিত হওয়া মাত্রই অপহৃত ভিকটিম ও অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করে র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অবশেষে গাজীপুরের রাজবাড়ী এলাকার একটি বাড়ী থেকে ভিকটিমদ্বয়কে উদ্ধার করা হয়।
৫। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সিরাজগঞ্জ জেলার তড়াশ থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।