‘পাগলা মিজানে’র বাসা থেকে ৬ কোটি ৭৭ লাখ টাকার চেক উদ্ধার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজানের বাসা থেকে ৬ কোটি ৭৭ লাখ টাকার চেক ও ১ কোটি টাকার এফডিআর পাওয়া গেছে।
এর আগে শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে মিজানকে নিয়ে তার লালমাটিয়ার কার্যালয়ে আসেন র্যাব সদস্যরা। কার্যালয়ের ভেতরে-বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে তার অফিসে তল্লাশি চালানো হয়। তবে, সেখানে কিছু পাওয়া যায়নি। এরপর তার বাসায় অভিযান পরিচালনা করা হয়।
এর আগে, সকালে র্যাবের একটি বিশেষ টিম মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গুহ রোডের হামিদা আবাসিক গেস্ট হাউজের সামনে থেকে মিজানকে আটক করে। র্যাব জানিয়েছে, তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ তথ্য নিশ্চিত করেছে র্যাবের সহকারী পরিচালক মিজানুর রহমান।
হাবিবুর রহমান মিজান ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অনেকে তাকে ‘পাগলা মিজান’ নামেও চেনেন। তার বিরুদ্ধে মোহাম্মদপুর এলাকায় জমি দখল, প্রভাব বিস্তারসহ নানা অভিযোগ রয়েছে। ঢাকায় ক্যাসিনোবিরোধী শুদ্ধি অভিযান শুরু হওয়ার পর থেকে তিনি পালিয়ে ছিলেন।