'দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই ভোলার ঘটনা ঘটানো হয়েছে'
সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি গোষ্ঠী ভোলার বোরহানউদ্দিনের মতো ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (২৭ অক্টোবর) সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় মন্ত্রী বলেন, এ ঘটনায় যারাই জড়িত থাকুক কাউকে ছাড় দেয়া হবে না।
এ সময় আসাদুজ্জামান খান কামাল বলেন, 'বোরহানউদ্দিনের ঘটনায় তদন্ত চলছে। আমরা কয়েকজনকে আটক করেছি। হ্যাকার হোক আর যেই হোক ঘটনা যে ঘটিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কে ঘটনা ঘটিয়েছে কে নেতৃত্ব দিয়েছে কি উদ্দেশ্য ছিল আমরা একে একে আপনাদের সামনে হাজির করবো। আবার একটা অকার্যকর বাংলাদেশ করার জন্যে এই ধরনের প্রচেষ্টা নেয়া হচ্ছে।'