যোগ্য ব্যক্তিরাই যেন দলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পায়
আওয়ামী লীগের সভাপতির পদ অপরিবর্তিত থাকলেও সাধারণ সম্পাদকের পদ নিয়ে চলছে নানা গুঞ্জন। এছাড়াও গুঞ্জন শোনা যাচ্ছে দলের বিভিন্ন পদে বড় ধরনের রদবদলেরও। যোগ্য ব্যক্তিরাই যেন দলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পায় এমনটাই প্রত্যাশা সম্মেলনে আসা তৃণমূলের নেতাকর্মীদের।শীত উপেক্ষা করে শুক্রবার সকাল থেকেই আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনস্থলে ঢল নামে সারাদেশ থেকে আসা তৃণমূলের নেতাকর্মীদের। এই সম্মেলনের মাধ্যমে যোগ্য, ত্যাগী, সৎ নেতৃত্ব নির্বাচিত হোক- এটাই প্রত্যাশা তাদের।
জানা গেছে, এবার দলের মধ্যে শুদ্ধি অভিযানের কারণে কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়তে পারেন অনেকেই। দলীয় সভাপতি এ লক্ষ্যে এরইমধ্যে সবার আমলনামা সংগ্রহও করেছেন। তিনিই সিদ্ধান্ত নেবেন কাদের হাতে তুলে দেবেন আগামী নেতৃত্ব।
দুর্নীতি ও অপকর্মের সঙ্গে জড়িতরা কোনোভাবেই যেন দলে স্থান না পায় তা নিশ্চিতের দাবি জানালেন নেতাকর্মীরা।
একজন সদস্য বলেন, সম্মেলনের মাধ্যমে আমরা এমন কাউকে দেখতে চাই যারা স্বচ্ছ ইমেজের।
দলের সাধারণ সম্পাদকের পদ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেল তৃণমূলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের।
আরেকজন বলেন, আমাদের নেত্রী সঠিক নেতৃত্ব নিয়ে আসতে পারবেন।
এ সম্মেলনের মাধ্যমে ত্যাগীরা মূল্যায়িত হবে-এমন প্রত্যাশা নেতাকর্মীদের।