নূরের ওপর কেন বারবার হামলা
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমারও প্রশ্ন– তার (ভিপি নূর) ওপর কেন বারবার হামলা হচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নূর ও তার সমর্থকদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর কারওয়ানবাজারের ওয়াসা ভবনে সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক দিন পর ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। নূরকে ভোট দিয়ে নেতা বানিয়েছে শিক্ষার্থীরা। আমরা মনে করি ডাকসুকে ধরে রাখতে হবে। যাতে করে ভবিষ্যৎ রাজনীতিবিদ এখান থেকে উঠে আসে, যেভাবে আমরা উঠে এসেছি। সেই জায়গা থেকে নেতাদের শূন্যতা আমরা দেখতে চাই না।
ভিপি নূর এখন পর্যন্ত ৯ বার হামলার শিকার হয়েছেন। শুরু থেকে ব্যবস্থা নেয়া হলে তাকে বারবার হামলার শিকার হতে হতো না- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৯ বার না দুবার সেটি আমরা জানি না। কিন্তু আমার প্রশ্ন হলো- তার ওপরে হামলা হবে কেন? আইনশৃঙ্খলা বাহিনী বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢোকে না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বা ভিসি যদি অনুমতি দেন কিংবা অনুরোধ করেন তখনই তারা যায়। কাজেই আইনশৃঙ্খলা বাহিনীর চেয়ে সেখানে এ ধরনের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনই কার্যকর ভূমিকা রাখে।
আসাদুজ্জামান খান বলেন, আমার নিজেরই একই প্রশ্ন- নূরের ওপর কেন বারবার হামলা হচ্ছে, আপনারা যদি এটির কোনো কারণ পান তা হলে আমাকে জানাবেন। তবে নূর কেনো বারবার ‘আপনাদের মতে’ আক্রান্ত হচ্ছে, সেটি আমরা দেখব।
এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। তিনি বলেন, ইতোমধ্যে কয়েকজনকে ধরা হয়েছে। এদের মধ্যে যারা অভিযুক্ত কিংবা যারা প্রমাণযুক্ত হয়েছে এবং যাদের ঘটনায় দেখা গেছে তাদের অবশ্যই ধরা হবে।
গত রোববার (২২ ডিসেম্বর) ডাকসু ভিপি নুরুল হক নূর ও তার সহযোগীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের ওপর। হামলায় আহত অন্তত ২৫ জনকে ঢামেকে চিকিৎসা দেয়া হয়। তাদের দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় আইসিউইতে নেয়া হয়। এছাড়া আহত অধিকাংশ শিক্ষার অবস্থা স্থিতিশীল হওয়ায় হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।