বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে অনশন প্রত্যাহার করে আনন্দ মিছিল করেছেন শ্রমিকরা।
বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে অনশন প্রত্যাহার করে আনন্দ মিছিল করেছেন রাজশাহীর শ্রমিকরা। তবে খুলনা ও নরসিংদীতে এখনো অবস্থান করছেন অনশনকারীরা। কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়ে ঘোষণা না দেয়া পর্যন্ত অবস্থান করবেন বলে জানিয়েছেন শ্রমিকরা।
রাজশাহী
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে বৈঠকের পর ১৫ দিনের মধ্যে পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাসের খবরে আনন্দ উল্লাসে মাতেন রাজশাহীর রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। এ সময় দাবি পূরণের আশ্বাস দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তারা। পরে ঘরে ফিরে যান অনশনে অংশগ্রহণকারী পাটকল শ্রমিকরা।
খুলনা
ঢাকা থেকে কেন্দ্রীয় নেতাকর্মীরা অনশন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলেও তাতে আস্থা রাখতে পারছেন না খুলনায় নিজ নিজ মিল গেটে অবস্থানকারী পাটকল শ্রমিকরা। নেতৃবৃন্দ স্ব-শরীরে পৌঁছে কথা বলার পরই অনশন প্রত্যাহার করবেন বলে জানিয়েছেন তারা।
নরসিংদী
নরসিংদীতেও কেন্দ্রীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে অনশন প্রত্যাহার করবেন বলে জানিয়েছেন, পাটকল শ্রমিকরা। এর আগেও বারবার আশ্বাস দিয়ে শ্রমিকদের দাবি-দাওয়া পূরণ না করায় এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আন্দোলনকারীরা।
মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দাবিতে গত ১০ ডিসেম্বর প্রথম দফায় অনশন শুরু করেন তারা। কয়েক দফা বৈঠকে ২৮ ডিসেম্বর পর্যন্ত সময় দেয়া হয় শ্রম মন্ত্রণালয়কে। কিন্তু কোনো পদক্ষেপ না নেয়ায় ২৯ ডিসেম্বর থেকে আবারও মাঠে নামেন শ্রমিকরা।