২০তম স্প্যান বসল পদ্মা সেতুতে
অস্থায়ীভাবে রাখা পদ্মা সেতুর একটি স্প্যান আজ সোমবার (৬ জানুয়ারি) স্থায়ীভাবে বসানো হলো। ৩ ও ৪ নম্বর পিলারের ওপর রাখা এ স্প্যানটি দুপুরে মূল পিলার ৬ ও ৭ নম্বরের ওপর বসানো হয়।
এটি হওয়ার কথা ছিলো পদ্মা সেতুর প্রথম স্প্যান। কিন্তু নকশা জটিলতার কারণে নির্ধারিত সময়ে পিলার তৈরি করা যায়নি। আগে থেকে পরিকল্পনা থাকায় স্প্যানটি তৈরি হয়ে যাওয়ার পর এটি মাওয়ার ইয়ার্ডে রাখার জায়গা হচ্ছিলো না।
এ অবস্থায় স্প্যানটি নদীতে অস্থায়ীভাবে ৩ ও ৪ নম্বর পিলারের ওপর নিয়ে রাখা হয়। গত মাসে ৬ ও ৭ নম্বর পিলারের কাজ শতভাগ শেষ হয়ে যাওয়ার পর সোমবার দুপুরে এটি সরিয়ে আনা হয় নির্ধারিত পিলারে। আগেই স্প্যানটি নদীতে নিয়ে রাখায় মোট দৃশ্যমান স্প্যানের সংখ্যা ২০টিই থাকছে। চলতি মাসে আরো ৩টি স্প্যান যোগ করার পরিকল্পনা রয়েছে।
২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করা হয়েছে। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।
২০২১ সালের জুন মাসের মধ্যে এই সেতুর কাজ সম্পন্ন হবে বলে ইতিপূর্বে সড়ক ও সেতু পরিবহনন মন্ত্রী ওবায়েদুল কাদের সাংবাদিকদের জানিয়েছেন।